সিলেটে ব্যতিক্রমী ইলমি প্রতিযোগিতা

ইসলাম টাইমস ডেস্ক :  শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সিলেটে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক ইলমি প্রতিযোগিতার। বিস্তৃত পরিসরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে সিলেট বিভাগের শিক্ষার্থীরা।

সিলেটের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল হিদায়া ও জামি’আতুল উলূম আশশারইয়্যাহ এই ভিন্ন ধারার প্রতিযোগিতার আয়োজন করেছে।

সিলেট বিভাগীয় এ প্রতিযোগিতা ৫ টি বিষয়ে অনুষ্ঠিত হবে। ১. হিফযুল হাদীস প্রতিযোগিতা (মৌখিক) ২. তরজমাতুল কুরআন প্রতিযোগিতা (লিখিত) ৩. আরবী বক্তৃতা প্রতিযোগিতা (মৌখিক) ৪. আরবী প্রবন্ধ প্রতিযোগিতা (লিখিত) ৫. মাসাইলে নাহু প্রতিযোগিতা (লিখিত)।

লিখিত প্রতিযোগিতা ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০: ৩০টায় মারকাযুল হিদায়া, সিলেটে এবং মৌখিক প্রতিযোগিতা
০১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ০৯ টায় জামিতুল উলূম আশ-শারইয়্যাহ-তে অনুষ্ঠিত হবে

ফেব্রুয়ারি (শনিবার) শহীদ সুলেমান হল, সিলেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রতি বিষয়ের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর জন্যে রয়েছে যথাক্রমে ৭০০০/-, ৫০০০/- ও ৩০০০/- টাকা করে পুরস্কার। এছাড়াও পরবর্তী সেরা ১০ জনের জন্যে রয়েছে ৫০০/- মূল্যের মূল্যবান কিতাব পুরস্কার দেওয়া হবে।।

★ নির্ধারিত ফরম বিনামূল্যে সংগ্রহ করে আবেদন করতে হবে।
★ অনলাইনেও নিম্নের লিঙ্ক থেকে আবেদন করা যাবে
https://goo.gl/forms/Qy73cW3avniG8ZM03
★ নিবন্ধনের শেষ তারিখ ১৭ জানুয়ার, বৃহস্পতিবার।

ফরম প্রাপ্তি ও জমাদানের স্থান : ০১. জামি’আতুল উলূম আশ-শারইয়্যাহ সিলেট পিরোজপুর আ/এ (সড়ক ৩), দক্ষিণ সুরমা

০২. মারকাযুল হিদায়া সিলেট, বাসা ১৩, ব্লক বি (মেইনরোড), উপশহর।

এছাড়াও সিলেটের প্রসিদ্ধ মাদরাসাগুলোতে এই প্রতিযোগিতার ফরম ও নিয়ম-কানুন সম্পর্কে জানা যাবে ও সংগ্রহ করা যাবে।

পূর্ববর্তি সংবাদকামালের বিবৃতিতে আল্লামা শফীকে বলা হলো, ‘নারীবিদ্বেষী, স্বাধীনতার চেতনাবিরোধী, সংবিধানবিরোধী ও ফতোয়াবাজ’
পরবর্তি সংবাদদুই দেশের নির্বাচন কমিশনের খরচে সিইসি যাচ্ছেন ভারত সফরে