সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ইসলাম টাইমস : ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ধানমণ্ডি অফিসের ৮টি বুথে ৮ বিভাগের জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। মনোনয়ন ফরমের দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২৫৭টি। সে হিসেবে দলটি সংরক্ষিত নারী আসন পাবে ৪৩টি। আর জাতীয় পার্টি ২২টি আসনের বিপরীতে আসন পাবে ৪টি।

উল্লেখ্য, ৬টি বা তার বেশি আসন পেলেই তারা সংরক্ষিত আসনে প্রার্থী দিতে পারে। সংরক্ষিত নারী আসনে জনপ্রতিনিধি নির্বাচনে আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

পূর্ববর্তি সংবাদকোরআন ছুঁয়ে শপথ নেন জর্জিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম সিনেটর শেখ রাহমান
পরবর্তি সংবাদকাজে ফিরেছে পোশাক শ্রমিকরা