জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ : আমন্ত্রণ পাচ্ছে ইসলামি দলগুলোও

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম এবং পরবর্তী করণীয় বিষয়ে সংলাপের উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে বিরোধী দলগুলোর সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার মিত্রদের আমন্ত্রণ জানানো হবে। সংলাপের বিষয়টি চূড়ান্ত হলেও সংলাপের সময় ও স্থান এখনও ঠিক হয়নি।

সংলাপে আমন্ত্রণ জানাতে তালিকা তৈরি করছে ঐক্যফ্রন্ট। বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শরিক দলগুলো, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংলাপে ডাকা হতে পারে। এ দলগুলোর নেতাদের উপস্থিতি সংলাপকে কার্যকর করে তুলতে পারে বলে মনে করছেন ঐক্যফ্রন্টের নেতারা।

এছাড়াও সরকারের বাইরে থাকা ইসলামি দলগুলোকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।

তবে ২০–দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায়ে বিতর্কিত হওয়ায় তাদের আমন্ত্রণ জানানো হবে না। বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদেরও সংলাপে আশা করছে ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না সংলাপের উদ্যোগ সম্পর্কে বলেন, বিদ্যমান পরিস্থিতিতে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামত জানতেই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক রাজনৈতিক দল ও জোট নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। এ দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

পূর্ববর্তি সংবাদভারতের নদওয়াতুল উলামার নাযেম, প্রখ্যাত লেখক আলেম ওয়াযেহ রশিদ নদভীর ইন্তেকাল
পরবর্তি সংবাদঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আইনি কোনো বাধা নেই