রবার্টকে ক্ষমা করার জন্য চীনের প্রতি কানাডার আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কানাডীয় এক নাগরিককে ক্ষমা করে দেয়ার জন্য মঙ্গলবার চীনের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার চীনের একটি আদালত রবার্ট লয়েড স্কালেনবার্গকে (৩৬) মৃত্যুদণ্ড দেয়ার পর অটোয়া তাদের দেশের নাগরিকদের চীনের স্থানীয় আইনের ‘স্বেচ্ছাচারী প্রয়োগের’ ব্যাপারে সাবধান করে দিয়েছে। এর আগে লয়েডকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

গত ডিসেম্বর মাসে চীনের টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াউও’র শীর্ষ নির্বাহী কানাডায় গ্রেফতার হওয়ায় বেইজিং ক্ষুব্ধ হয়ে এ মৃত্যুদন্ড দেয় বলে মনে করা হচ্ছে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বহিঃসমর্পন অনুরোধের প্রেক্ষিতে হুয়াউও’র শীর্ষ নির্বাহীকে কানাডায় গ্রেফতার করা হয়।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কুইবেকের সাইন্টে হাইয়াসিনথেতে সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতোমধ্যেই কানাডায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে স্কালেনবার্গকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানিয়েছি।’

এর আগে বেইজিং জানায়, চীন স্বেচ্ছাচারীভাবে আইন করে এই মৃত্যুদণ্ড দিয়েছে বলে ট্রুডো এমন মন্তব্য করে ‘দায়িত্বহীনতার’ পরিচয় দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদসীতাকুণ্ডে তেলের ডিপোর আগুনে পুড়েছে নিটল-টাটার গোডাউন
পরবর্তি সংবাদআমিরাতে জ্বলন্ত ভবন থেকে শিশুকে বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি ফারুক