সুবর্ণচরের গণধর্ষণ : দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওসিকে প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওসি মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ওসি নিজাম উদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে চরজব্বার থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং চরজব্বার থানার ওসি হিসেবে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাহেদ উদ্দিনকে পদায়ন করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কয়েকজন সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল।

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়া অসুস্থ, আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন : তালিকা চূড়ান্ত, ২২ তারিখের মধ্যে দেওবন্দ যাবেন প্রতিনিধি দল