আমেরিকায় কিংবদন্তি মোহাম্মদ আলীর নামে হচ্ছে বিমান বন্দর

ইসলাম টাইমস ডেস্ক : আমেরিকার বিখ্যাত মুসলিম মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীর নামানুসারে কেন্টাকিতে অবস্থিত লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম বদলে লুইসভিল মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে লুইভিস নগর কর্তৃপক্ষ।

বিবিসি কর্তৃক শতাব্দির সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত মোহাম্মদ আলীর প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছেন তারা।

মোহাম্মদ আলী লুইভিস শহরে জন্মগ্রহণ করেন এবং এখানেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন।

গতকাল ১৬ জানুয়ারি নগর কর্তৃপক্ষ বিমান বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা দেন। আজ ১৭ জানুয়ারি মোহাম্মদ আলীর ৭৭তম জন্মদিন।

নাম পরিবর্তন প্রসঙ্গে লুইসভিল এয়ারপোর্ট অথিরিটি বোর্ডের চেয়ারম্যান জিম উইলস বলেছেন, এ পদক্ষেপ বিশ্ববাসীর সামনে একটি নমুনা হয়ে থাকবে যে, এ মহান ব্যক্তিকে নিয়ে আমাদের কত গর্ব।

কিংবদন্তি মোহাম্মদ আলীর স্ত্রী লুনি আলি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মোহাম্মদ আলীর নামে বিমানবন্দরের নাম রাখায় বিশ্ববাসী এখন থেকে মোহাম্মদ আলীকে বিশেষভাবে স্মরণ করবে। ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন বিষয়ে তার যে অবদান সম্পর্কে জানতে পারবে, বিষয়টি লুইসভিল শহরের জন্যও গর্বের বিষয়।

পূর্ববর্তি সংবাদহজযাত্রীদের বিমান ভাড়া কমলো ১০ হাজার টাকা
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় ভবন ধসে আটকা পড়া শ্রমিকের মৃত্যু