কুয়েতে বাংলাদেশি দূতাবাসে হামলা ও ভাঙচুর

ইসলাম টাইমস ডেস্ক : কুয়েতে কর্তরত বিক্ষুব্ধ বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশ দূতাবাস ঘেরাও ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় লেসকো কোম্পানিতে কর্মরত।

জানা যাচ্ছে, এই কোম্পানিতে কর্মরত চার শতাধিক বাংলাদেশি তিন মাস ধরে বেতন পাচ্ছে না। অন্যদিকে তাদেরকে কাজ করার বৈধ কাগজপত্র বা ‘আকামা’ও দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে বারবার বাংলাদেশ দূতাবাসে গেলেও তারা কোনো সমাধান পায়নি। তাই ক্ষুব্ধ হয়ে দূতাবাস ঘেরাও ও ভাংচুর করেছে।

দূতাবাসের এইচওসি এবং কনস্যুলার আনিসুজ্জামানকে তারা মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কনস্যুলারকে বাঁচাতে গিয়ে পাসপোর্ট ও ভিসা শাখার আরো তিন কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বর্তমানে বাংলাদেশ দূতাবাস ঘিরে রেখেছে কুয়েত পুলিশ।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামও ঘটনার সত্যতা স্বীকার করেন।

পূর্ববর্তি সংবাদজমিয়ত থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন মাওলানা মাহমুদ মাদানি
পরবর্তি সংবাদবিদ্যালয়ে বোরকা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট