নীচু জাত তাই এগিয়ে আসেনি কেউ! 

ইসলাম টাইমস ডেস্ক : বাবা নেই, মা মারা গেছে। নীচু জাত বলে কোনো প্রতিবেশী সহযোগিতা না করায় মাকে সৎকার করতে সাইকেলে করে মায়ের লাশ জঙ্গলে কবর দিতে নিয়ে যাচ্ছে ছেলে।

ভারতের উড়িষ্যার কড়পাবাহাল গ্রামে এমনই ঘটনা ঘটেছে। সম্প্রতি এমন একটি ছবিসহ সংবাদ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে। আর এতেই হইচই পড়ে যায় ভারতজুড়ে।

প্রতিবেদনে জানা যায়, হঠাৎ পানি আনতে গিয়ে ৪৫ বছর বয়সী মা জানকী দেবী মারা যান। সতেরো বছরের কিশোর সুরুজ তার মায়ের মৃত্যুতে প্রতিবেশীদের সহযোগিতা চান। ‘নিচু জাতের’ বলে সুরুজের মায়ের শেষকৃত্যে এগিয়ে আসেননি গ্রামের কেউ। বাবা আগেই মারা যান। পরে ছেলে সাইকেলে লম্বালম্বি দুটি বাঁশ বেঁধে মায়ের লাশ চাপিয়ে গ্রাম থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে একটি জঙ্গলে কবর দেয়।

এর আগে ২০১৬ সালে দেশটির উড়িষ্যায় হাসপাতাল অ্যাম্বুলেন্স দিতে না পারায় স্ত্রীর লাশ মাদুর জড়িয়ে কাঁধে নিয়ে বাড়ি ফিরেছ্নে দানা মাঝি নামে এক ব্যক্তি। ওই সময়ে এটি আলোচিত ঘটনা হয়।

পূর্ববর্তি সংবাদশাহবাগ শিশুপার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পরবর্তি সংবাদচীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের পাশে দাঁড়াতে হবে : ইসলামী আন্দোলন