নোয়াখালীতে আবারও গণধর্ষণের ঘটনা, একজন আটক

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীতে আবারো গণধর্ষণের ঘটনার খবর পাওয়া গেছে। নোয়াখালীর কবির হাটের নব গ্রামে ২৯ বছরের এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিতার অভিযোগের প্রেক্ষিতে জাকির হোসেন নামে একজনকে শনিবার দুপুরে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আটক জাকির হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। পুলিশ ভিকটিমকে আজ (শনিবার) দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

নির্যাতিত নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার কথা রয়েছে।

কবির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাটি শুনে ধর্ষণের শিকার নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। গৃহবধুর স্বামী একজন রাজমিস্ত্রী। বর্তমানে তিনি কারাগারে আছেন। আটক ব্যক্তি একই এলাকার দোকানদার।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদদুই ফুঁৎকারের মাঝে তো ঘুমের অনেক সময় আছে!-মনসুর ইবনে মুতামির
পরবর্তি সংবাদবাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জাতিসংঘের