কারাগারেই মৃত্যুবরণ করলেন মদিনা ভার্সিটির বিশিষ্ট আলেম শায়েখ আল-আমারী

ইসলাম টাইমস ডেস্ক: সৌদিআরবের বিশিষ্ট আলেমেদ্বীন ও দাঈ শায়খ আহমদ আল-আমারী কারাগারে বন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

সৌদির আলোচিত টুইট একাউন্ট “মু’তাকিললির রায়”এর বরাত দিয়ে আল-জাজিরা খবর প্রকাশ করেছে, ক্রাউন প্রিন্স বিন সালমান রাজনৈতিক প্রতিহিংসাবশত শায়খ আহমদ আল-আমারীসহ বিভিন্ন সময় আরো অনেক বিশিষ্ট আলেম ও দাঈকে গ্রেফতার করে। এদের মধ্যে কারাগারে “মৃত্যুবরণ” এর ঘটনা ঘটলো এই প্রথম।

অবশ্য, তার মৃত্যুর বিষয়ে সৌদিআরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত নীরব রয়েছে।

উল্লেখ্য, শায়খ আহমদ আল-আমারী মদীনা ইউনিভার্সিটির কোরআন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রীয় প্রশাসন কর্তৃক আটক হন।

পূর্ববর্তি সংবাদপাঁচ কোম্পানির বোতলজাত পানি মানহীন
পরবর্তি সংবাদহালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ছে প্লাস্টিকের ডিম!