ইসলাম টাইমস ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট সেবার দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। আজ নিজের ভেরিফাইফড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ইঙ্গিত প্রদান করেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল কেবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি)ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্সের (এনটিটিএন) ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে কমবে বলে আশা করছি ‘
এ স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান।
