আবরার আবদুল্লাহ ।।
তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনের লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি ভারতের দেওবন্দে যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চতর প্রতিনিধি দল। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহর নেতৃত্বে দেশের শীর্ষ আলেম ও তাবলিগ জামাতের উভয়পক্ষের প্রতিনিধি যাবেন এই সফরে।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ওয়াটসঅ্যাপ ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, দারুল উলুম দেওবন্দ উলামায়ে কেরামের সঙ্গে বসতে রাজি হননি। তাই দেওবন্দ সফর হচ্ছে না।
আরও পড়ুন : প্রতিনিধি দলের দেওবন্দ সফর নিয়ে অপপ্রচার, দারুল উলুমের প্রতিবাদ
কে বা কারা এই সংবাদ ছড়াচ্ছেন তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে উলামায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষের লোকেরা এই সংবাদ ছড়াতে পারে।
তবে সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন মুফতি কেফায়াতুল্লাহ আযহারী। তিনি বলেছেন, দারুল উলুম দেওবন্দ বাংলাদেশের প্রতিনিধি দলের সফরকে অত্যন্ত গুরুত্বেরে সঙ্গে নিয়েছেন এবং দ্বীনি দায়িত্বের অংশ হিসেবে নিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ভারত হাইকশিনের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন : তাবলিগ সংকট : সব আনুষ্ঠানিকতা শেষ, ২২ জানুয়ারি দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল
তিনি আরও বলেন, আগামী ২৩ জানুয়ারি সকালে কাফেলাকে স্বাগত জানাতে দারুল উলুম দেওবন্দ তার প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানা হয়েছে। দারুল উলুম বুধবার দুপুরের মেহমানদারি গ্রহণেরও অনুরোধ জানিয়েছে। সুতরাং দেওবন্দ সফর ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন।
