মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিদ্দিকুর রহমান-এর জানাযা ও দাফন সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক : জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার প্রবীণ মুহাদ্দিস ও খিলগাঁও শাহী মসজিদের ইমাম ও খতীব মাওলানা সিদ্দিকুর রহমান (লালবাগী হুজুর) রহ.-এর দাফন ও জানাযা সম্পন্ন হয়েছে। খিলগাঁও শাহী মসজিদে প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা শেখে তাকে খিলগাঁও তালাতলা নতুন কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের বড় ছেলে মাওলানা সাঈদ আহমদ জানাযার নামাজের ইমামতি করেন। বিপুল সংখ্যক উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র ও দ্বীন সাধারণ মুসল্লি তার জানাযায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আজ ২১ জানুয়ারি সোমবার ফজরের পূর্ব মুহূর্তে তিনি ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর।

মাওলানা সিদ্দিকুর রহমান দীর্ঘ দিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিলো। তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

পূর্ববর্তি সংবাদহুইল চেয়ারে বসিয়ে আদালতে আনা হলো খালেদা জিয়াকে
পরবর্তি সংবাদগাজীপুরে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী তাফসির মাহফিল