রাজধানীর চারপাশের খাল দখলমুক্ত করা হবে : সাঈদ খোকন

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজধানীর চারপাশের সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু এবং জলযান চলাচলের ব্যবস্থা করা হবে।

আজ সোমবার ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই এবং তা অবশ্যই করা হবে। এক ইঞ্চি খালও দখল করতে দেয়া হবে না। খাল দখলদারদের এক বিন্দু ছাড় নয়। খাল দখলদাররা যে মতাদর্শের বা যে দলেরই লোক হোক না কেন তাদের এক বিন্দুও ছাড় দেয়া হবে না।

মেয়রের সঙ্গে এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর মো. জাহিদ হোসেনসহ সেনাবাহিনী এবং কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৪ কিলোমিটার খাল এবং এর ওপর নির্মিত ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন সাবেক দুই আইজিপির
পরবর্তি সংবাদদুটি নষ্ট উড়োজাহাজের পেছনে কেন ১২০ কোটি টাকা গচ্ছা দেওয়া?