লিবিয়ায় জেনারেল হাফতারের কারাগারে নারীদের উপর অমানবিক নির্যাতন

ইসলাম টাইমস ডেস্ক : লিবিয়ার সশস্ত্র গ্রুপ ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি-এর প্রধান ফিল্ড মার্শাল জেনারেল খলিফা হাফতারের কারাগারে হাজারো নারীকে অবৈধভাবে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

আল জাজিরায় প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী বন্দীরা যৌন নিপীড়নসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। কারাগারের নারী বন্দীদের সিংহভাগই রাজনীতিবিদ।

আল জাজিরা বলছে, কারাগারের নারী বন্দী, তাদের আত্মীয়স্বজন ও আইনজীবী, কারাগারের চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তারা প্রতিবেদনটি তৈরি করেছে। আদালতের নথিপত্রও যাচাই করা হয়েছে।

বেনগাজির কুইফিয়াহ, বুদজিরা এবং অন্যান্য আটক কেন্দ্রগুলোতে এরকম ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে নারী বন্দীরা। মে ২০১৩ থেকে জুলাই ২০১৭ সালের মধ্যে তারা ‘সম্মানের অপারেশন’ নামে যে অপারেশন চালিয়েছিল তাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় নারীরা।

আল জাজিরা থেকে মুহাম্মাদ শোয়াইব-এর অনুবাদ

পূর্ববর্তি সংবাদডাকাতি চেষ্টার অভিযোগে আটক পুলিশের এসআইকে প্রত্যাহার
পরবর্তি সংবাদখুলনায় মসজিদের খাদেম হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার