ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাট ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্লাস্টিকের ডিম ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে অবৈধ পথে ডিমগুলো আসছে। এর সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ী।
হালুয়াঘাটের পার্শ্ববর্তী উপজেলা ধোবাউড়ায় এক সপ্তাহে এমন কয়েকটি ঘটনা চোখে পড়েছে।
ধোবাউড়ার বাইতুল হামদ মাদরাসার মাওলানা আফতাব আহমদ অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহে মাদরাসার বোর্ডিংয়ের জন্য ডিম কিনলে অন্তত দুইবার আমাদের মনে হয়েছে ডিমগুলো স্বাভাবিক নয়। পরীক্ষা করার পরও আমরা এমন প্রমাণ পেয়েছি।
তিনি বলেন, এই ডিমগুলো নাড়ালে ভেতরে শব্দ হয় এবং ভেতরের কুসুম ভেঙ্গে যায়, অনেক ডিমে কুসুম থাকে না, সিদ্ধ করার পর কুসুমের পাশের সাদা অংশ রাবারের মতো হয়ে যায়। টেনে টেনে ছিঁড়তে হয়, ভেতরের পানিটা স্বচ্ছও থাকে না।
মাওলানা আফতাব আহমদ জানান, ধোবাউড়া বাজার থেকে তিনি মাদরাসার জন্য ডিম কেনেন। এই সমস্যা দেখা দিলে তিনি দোকানদারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা তখন জানান, সীমান্তবর্তী হালুয়াঘাট থেকে তারা ডিমগুলো সংগ্রহ করেন।
স্থানীয় আরও কয়েকজন বাসিন্দাও এই সমস্যার কথা জানিয়েছেন।
