২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন সাবেক দুই আইজিপির

ইসলাম টাইমস ডেস্ক: আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত সাবেক দুই আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদার আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদেরকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাদের পক্ষে আইনজীবী আরশাদুর রউফ ও জামিলুর রহমান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

পরে জামিলুর রহমান বলেন, আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন। এ দুজন কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে তাদের জামিনে কারামুক্তিতে বাধা নেই।

মো.আলী জিন্নাহ বলেন, তারা ১৪ মাস সাজা খেটে ফেলেছেন। এই যুক্তিতে জামিন দিয়েছেন। তবে এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

পূর্ববর্তি সংবাদদুই দফায় ইজতেমা করার বিরুদ্ধে হাইকোর্টে রিট
পরবর্তি সংবাদরাজধানীর চারপাশের খাল দখলমুক্ত করা হবে : সাঈদ খোকন