ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই তালিমুল কোরআন মাদরাসার জোনাইদ হোসেন জনি (১৪) নামের এক ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আবদুুর বারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, জনি উপজেলার থেতরাই ইউনিয়নের তালিমুল কোরআন মাদরাসার হেফজ শাখার আবাসিক শিক্ষার্থী। গত ১২ই জানুয়ারী প্রতিদিনের ন্যায় মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায় জনির পিতা খোঁজ নিয়ে জানতে পারেন সে মাদরাসায় পৌঁছায়নি।
এরপর থেকে জনির পরিবার সকল আত্মীয়স্বজন ও বিভিন্নস্থানে খোজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। পরে ওই ছাত্রের বাবা আবদুুর বারী গত ২১শে জানুয়ারি উলিপুর থানায় সাধারন ডায়েরি করেন।
জনির বাবা বলেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় থানা জিডি করেছি।
তালিমুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ নুরুন্নবী মিয়া জানান, জনি মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসলেও সে মাদরাসায় পৌঁছায়নি। তবে আমরা সবাই তার সন্ধানে বিভিন্নস্থানে খোঁজখবর নিচ্ছি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
