ইসলাম টাইমস ডেস্ক: গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে শীর্ষস্থানীয় ‘জঙ্গি’ নেতার সন্ধানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব৫)। আটককৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩৫)।
এ সময় অন্তত ১৫টি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান শেষে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল বাহুবল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, হলি আর্টিজান মামলার অন্তত তিনজন আসামি এই গ্রামে লুকিয়ে আছেন—এমন খবর পেয়ে এখানে অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। মনিরুল ইসলামকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
