ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে জামাতার হাতে শশুর খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে সাতটায় আলীগঞ্জ মধ্যপাড়ায় ওয়াহাব মিয়া (৫৮) নামক এক ব্যক্তি তার মেয়ের স্বামীর ছুরিকাঘাতে নিহত হন।
জানা যায়, ওয়াহাব মিয়ার মেয়ে শাহনাজ আক্তারের সঙ্গে তার স্বামী আলমগীর হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আলমগীর হোসেন যৌতুকের দাবিতে প্রায় সময় শাহানাজকে মারধর করত। কয়েকদিন আগে মারধর করে শাহানাজকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে শাহানাজ বাবার বাড়িতে রয়েছে। সন্ধ্যায় আমাদের আলীগঞ্জের ভাড়া বাড়িতে এসে আলমগীর দাবি করে তর্কে জড়িয়ে আমার বাবার পেটে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে।
সোমবার রাত সাড়ে ৭টায় আলমগীর হোসেন তাঁর শ্বশুর বাড়িতে গেলে স্ত্রীর সঙ্গেযৌতুকের টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। ওই সময় ওয়াহাব মিয়া এগিয়ে আসলে প্রথমে তাঁকে মারধর করেন আলমগীর। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে ওয়াহাব মিয়াকে আঘাত করেন।
স্থানীয়রা ওয়াহাব মিয়াকে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়রা আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের বলেন, আলমগীর তাঁর শ্বশুরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতেই তাঁর মৃত্যু হয়েছে। আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
