ইসলাম টাইমস ডেস্ক: বি.বাড়িয়ার সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামের বাসিন্দা শামীম উন বাছিরের বাড়িতে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক তার কর্মীসমর্থকদের নিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ববিরোধের জের ধরে রোববার সন্ধ্যা ও সোমবার সকালে দুই দফায় এ ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত পরিবারের লোকজন।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাছিরের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ঘরের টিনের বেড়া ভাঙ্গা। জিনিসপত্র সব এলোমেলো।
বাছিরের ছোটবোন তাহমিনা আম্বিয়া জ্যোতি গণমাধ্যমকে বলেন, এলাকার একটি স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে চেয়ারম্যান নাজমুলের সাথে আমার ভাইয়ের বিরোধ ছিল। এরপর গতকাল আমাদের শহরের মৌলভীপাড়ার বাসার সামনে ভাইয়ের সাথে চেয়ারম্যানের বাগবিতণ্ডা হয়েছে। এসব নিয়ে চেয়ারম্যান ও তার লোকজন আমাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
বাছিরে খালাত ভাই কামাল উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সাথে বাছিরের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এসবের জের ধরে চেয়ারম্যান ও তার সমর্থকরা বাছিরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর চেয়ারম্যানের সমর্থকরা নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নাজমুল হক সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় বাছির আমাকে তার বাড়ির সামনে লাঞ্ছিত করেছে। আমি এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছি। বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য সে নিজেই তার বাড়িতে হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
