মেহেরপুরে রাস্তা পারপারের সময় বাসের ধাক্কায় নিহত ১

ইসলাম টাইমস ডেস্ক: মেহেরপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মইনুদ্দিন হোসেন (৪২) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাজনগর দ্বীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মইনুদ্দিন সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত নুরুল মিয়ার ছেলে।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মইনুদ্দিন রাজনগর গ্রামের দ্বীনদত্ত ব্রিজের কাছে লোকাল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মইনুদ্দীন নিহত হন। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মইনুদ্দিন নামের এক ব্যক্তিকে রাজনগর গ্রামের দ্বীনদত্ত ব্রিজের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি লোকাল বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক বাসটি শনাক্তের জন্য পুলিশের একটি টিম মাঠে নেমেছে বলেও তিনি জানান।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে জামাতার হাতে শ্বশুর খুন
পরবর্তি সংবাদকুরআনের আয়াত বানিয়ে শ্রোতাদের বোকা বানাচ্ছেন কথিত মাওলানা!