অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ইশা ছাত্র আন্দোলনের মিছিল

ইসলাম টাইমস ডেস্ক : অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন নিশ্চিত করার দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আসন্ন ডাকসু নির্বাচনে দেশের স্বাধীনতার স্বপক্ষের সকল ছাত্র সংগঠনের অংশগ্রহনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।

আজ বুধবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষনাপত্রে উল্লেখিত ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার’ প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের অপরিহার্যতা অনুধাবন করেই রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। দেশের স্বাধীনতা, ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করেই ইশা ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন ডাকসু নির্বাচনে ঢাবি ক্যাম্পাসে আদর্শবাদী শুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলন ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নেয়। সে লক্ষে আমরা ঢাবি ভিসি ও প্রক্টোরিয়াল বডির সাথে দফায় দফায় আলোচনা করেছি, বৈঠক করেছি। কিন্তু ডাকসু নির্বাচন কার্যক্রমে আমাদের ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে। মুক্তচিন্তা চর্চার অভয়ারণ্যের দাবিদার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরূপ পক্ষপাতদুষ্ট আচরণ আমাদের হতবাক করেছে।

সভাপতির বক্তব্যে ঢাবি সভাপতি সাইফুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কার্ল মার্কস ও মাও সেতুং এর মতবাদ চর্চা হতে পারে তাহলে এখানে মুহাম্মাদুর রাসুল সা.-এর আদর্শও চর্চার সুযোগ দিতে হবে। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন।

ইশা ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, স্কুল সম্পাদক এম এম শোয়াইব, সদস্য কে এম শরীয়াতুল্লাহ, ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, অর্থ সম্পাদক আল-আমিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওহীদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তি সংবাদপল্টনে পুলিশকে মারধর করে রিমান্ডে ছাত্রলীগ নেতা
পরবর্তি সংবাদভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার