অত্যাচারের বিরুদ্ধে ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের গণ-অনশন

ইসলাম টাইমস ডেস্ক : শারীরিক ও মানসিক অত্যাচারের প্রতিবাদে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিরা অনশন শুরু করেছে। ইসরাইলের কারাগারে বন্দী প্রায় দেঢ় হাজার ফিলিস্তিনি বন্দী এই অনশনে অংশ নিচ্ছেন।

দ্য প্যালেস্টাইন প্রিজনারস ক্লাব (পিপিসি) দাবি করছে, বন্দীরা অনশন শুরু করার পর তাদের প্রতি অত্যাচারের মাত্রা আরও বাড়ানো হয়েছে। গত সোমবার অনশন শুরু করার পর ইসরাইলি স্পেশাল সামরিক পুলিশ ঝড়ো অভিযান চালায়। এতে ১৫০ বন্দী আহত হয়।

পিপিসি বলছে, ইসরাইলি পুলিশের অভিযানে ৬ বন্দীর হাড় ভেঙ্গে গেছে, ৪০ জনের মাথা ফেটে যায় এবং সেলাইয়ের প্রয়োজন হয়। এছাড়াও বহু সংখ্যক বন্দী সামরিক পুলিশের ছোঁড়া রাবার বুলেট ও টিয়ার গ্যাসে মারাত্মকভাবে আহত হয়েছে।

বন্দীরা বলছে, তাদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর অভিযান, অত্যাচার ও নির্যাতন বন্ধের অঙ্গিকার ও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার আগ পর্যন্ত তারা খাবার গ্রহণ করবে না।

সূত্র : মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদশিক্ষিত ও প্রতিষ্ঠিত পাঁচ সন্তানের মা থাকেন মলমূত্রে!
পরবর্তি সংবাদঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার আটক