ইসলাম টাইমস ডেস্ক: ঘুষের পাঁচ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার আসামি আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর জজ কেএম ইমরুল কায়েশ আসামির আদালতে আত্মসমর্পণের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত বছর ১৩ আগস্ট একই আদালত আসামির জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।
২০১৮ সালের ১২ এপ্রিল এই আসামিকে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। এরপর গত ১৯ এপ্রিল আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হক ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে অবহিত করা হলে দুদক সকল বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। এর অংশ হিসেবে গত ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগে আরও বলা হয়,এরপর রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এই বিষয়ে মামলা দায়ের করেন।
