ইসলাম টাইমস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের এক মসজিদে গুলিবর্ষণের ঘটনায় একজন মুসলিম নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এশার নামাজ পড়ে বের হওয়ার মুখে তাদের উপর গুলিবর্ষণ করা হয়।
পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো ব্লাদিমিনি জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭ টায় জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহত মুসলিমের বয়স ৪০ বছর। তিনি মসজিদ থেকে বের হয়ে পার্কিং লটের দিকে যাচ্ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হলো তা ঠিক জানা যায়নি। আমরা অপরাধীদের খুঁজছি।
হামলাকারীরা দুইজন ছিলো এবং তারা ফাকা গুলি করতে করতে পালিয়ে যায়। এ পালিয়ে যাওয়ার সময় করা গুলিতে অপরজন আহত হন। তার পায়ে গুলি লাগে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর
