ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে বরিশালের চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ভিজিডি চাল আত্মসাতের মামলায় বরিশালের চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন খানকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

আগাম জামিন চেয়ে করা আসামিদের আবেদন খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে চেয়ারম্যান ও মেম্বারের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফারহান।

ভিজিডি কার্ডধারী ২৫১ জনের মধ্যে এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা মূল্যের পাঁচ টন চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে ২৭ নভেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় মামলা করে দুদক। এ মামলায় আসামি দুজন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

পূর্ববর্তি সংবাদঅংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে ইশা ছাত্র আন্দোলনের মিছিল
পরবর্তি সংবাদবরিশালে সংঘর্ষের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রত্যাহার ৪