আরব আমিরাতে অবৈধ অভিবাসীকে কাজ বা আশ্রয় দিলে ২৩ লাখ টাকা জরিমানা

ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে কেউ আশ্রয় ও কাজ দিলে বা ঘর ভাড়া দিলে বা দেশটিতে অবস্থান করতে কোনো ধরনের সাহায্যে সহযোগিতা করলে প্রায় ২৩ লাখ টাকা (এক লাখ দিরহাম) জরিমানা গুনতে হবে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত অবৈধ অভিবাসীদের বৈধ হতে গত বছরের ১ আগস্ট ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত পাঁচ ব্যাপী সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে সুযোগ দেয়া হয়। সে সুযোগ কাজে না লাগানো অভিবাসীদের জন্যে এটি কঠোর শাস্তি হিসেবে বিবেচ্য হচ্ছে। উক্ত সময়ে অবৈধ অভিবাসীরা বৈধতা নেয়া অথবা জেল-জরিমানাবিহীন আউটপাস নিয়ে দেশে ফেরত যাবার সুযোগ দেয়া হয়েছিল। পাঁচ মাস বেঁধে দেয়া সময় শেষে এটাই প্রশাসনিক কঠোর পদক্ষেপ।

অভিজ্ঞদের মতে যারা এখনো দেশটিতে নানা কারণে অবৈধভাবে আছেন তারা যেন শিগগিরই নিজ নিজ দেশে ফেরত যান।

পূর্ববর্তি সংবাদভারত-পাকিস্তানের কোনো মুরব্বি এবারের ইজতেমায় ফায়সাল হবেন না
পরবর্তি সংবাদলোভ ও সুদী কারবার মানুষের ইহকালকেও ধ্বংস করে দেয়