ইসলাম টাইমস ডেস্ক : গতকাল বুধবার অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনের জোট।
তারা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের মিছিল ও এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকার নিন্দা এবং নিজেদের ক্ষোভের কথা প্রকাশ করেন।
তারা বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্য মিছিলের ঘটনা আমাদের হতবাক করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা আরও বেশি আমাদের ভাবিয়ে তুলেছে। আজ ক্যাম্পাসে সবার চোখের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতো একটি ধর্মভিত্তিক সংগঠন যেভাবে মিছিল করতে পারল, তাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌন সমর্থনকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গতকাল বুধবার সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। অপরাজেয় বাংলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
