ইসলাম টাইমস ডেস্ক : কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)-এর নার্সরা।
তবে পুলিশের হস্তক্ষেপে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা জানাতে পারেননি পুলিশ।
শাহবাগ থানার এসআই সুজন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আনসার সদস্যরা বিএসএমএমইউয়ের নার্সদের ওপর চড়াও হন। নার্সরাও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে আনসারদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
