লক্ষ্মীপুরে পিকআপ চাপায় নিহত স্কুলশিক্ষক

ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরে পিকআপ চাপায় নিহত হয়েছেন মিজানুর রহমান রুবেল (৩৫) নামে এক স্কুলশিক্ষক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ তেমুহনীস্থ অফিসার্স ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের লাহারকান্দী মোল্লাবাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, মিজানুর রহমান রুবেল বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর অফিসার্স ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদজামায়াতের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে : আ.ক.ম মোজাম্মেল হক
পরবর্তি সংবাদখালাতো বোনের অশালীন ছবি তুলে চাঁদা দাবি ছাত্রলীগ নেতার