ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, শুধু ২০১৮ সালে সড়ক-রেল-নৌপথ ও আকাশপথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৯৬ জন আর আহত হয়েছেন ১৫ হাজার ৯৮০ জন। মোট ৬ হাজার ৪৮টি দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৫১৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ২২২ জন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সমিতির এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান দেশের জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রগুলোতে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়, ২০১৮ সালে ৫৫১৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ২২২ জন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ হাজার ৪৬৬ জন। রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়। নৌপথে ১৫৯ দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ২৩৪ জন আহত এবং ৩৩৭ জন নিখোঁজ হয়েছে। আকাশ পথে পাঁচটি দুর্ঘটনায় ৫৫ জন নিহত এবং ৩২ জন আহত হয়। সব মিলিয়ে ৬ হাজার ৪৮ দুর্ঘটনায় সাত হাজার ৭৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৯৮০ জন আহত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান, ফ্যামিলিজ ইউনাইটেড অ্যাগেনিস্ট রোড অ্যাক্সিডেন্ট (এফইউএআরএ) এর প্রধান এবং সাবেক পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ, বিএফইজের সহ-সভাপতি ইশতিয়াক রেজা, বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
