দুবাইতে বাড়ি কিনলেই ভিসা ও ট্রেড লাইসেন্স ফ্রি

ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নির্দিষ্ট ভবনে সীমিত সংখ্যক বাড়ি কেনার সাথে যুক্ত করা হয়েছে ভিসা ও ট্রেড লাইসেন্সের ফ্রি সুবিধা। এখন সেখানে একটি বাড়ি কিনলে এটির সাথে বিনামূল্যে একটি বাণিজ্য লাইসেন্স পাওয়া যাচ্ছে।

জানা গেছে, দুবাই মাল্টি কমোডিটিস সেন্টারের সাথে অংশীদারিত্বে প্রপার্টি জায়েন্ট ইমার দুবাই হিলস এস্টেটে একটি র্নির্মিয়মান ভবনে ১৮৪টি ইউনিটে এ সুযোগ চালু করেছে।

যারা অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ রেসিডেনেসে ২0% অ্যাপার্টমেন্ট মূল্য পরিশোধ করবেন তাদের বিনামূল্যে তিন বছরের নবায়নযোগ্য ব্যবসায়িক লাইসেন্স, ১৩০,০০০ দিরহাম মূল্যের তিন বছরের নবায়নযোগ্য পারিবারিক বাসস্থান ভিসা এবং ১০০ শতাংশ ব্যবসায়িক মালিকানা পাবেন।

শুধু এতটুকুই নয়, বাড়িটির ক্রেতা প্রতিটি বাণিজ্য লাইসেন্সের সঙ্গে একটি কর্মী ভিসার জন্যও আবেদন করতে পারবেন।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে মার্কিন-তালেবান সমঝোতার দাবি
পরবর্তি সংবাদসরকার ধর্মীয় শিক্ষার প্রসারে কাজ করছে : প্রধানমন্ত্রী