ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় নিহত শ্রমিকদের লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টায় নীলফামারীর জলঢাকায় কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজ শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী একটি ট্রাক উল্টে গিয়ে ইট ভাটার শ্রমিকদের থাকার মেসের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা ১২ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়। এদের মধ্যে নয়জনের বাড়ী মীরগঞ্জ ইউনিয়নে। বাকী চারজনের বাড়ি পার্শ্ববর্তী শিমুলবাড়ী ইউনিয়নে।
