নাটোরে এক বছরে পল্লী বিদ্যুতের লোকসান ১০ কোটি টাকা

ইসলাম টাইমস ডেস্ক: বিদ্যুতের দাম বাড়ার পরও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর (বনপাড়া) গত অর্থবছরে ১০ কোটি ১১ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা লোকসান হয়েছে।

শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সদর দফতর প্রাঙ্গণে অনুষ্ঠিত সদস্য সভায় এ তথ্য জানান পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মকর্তারা।

সভায় পল্লী বিদ্যুৎ সমিতির-২ (বনপাড়া) সভাপতি মর্জিনা খাতুন বলেন, ৭১৫টি গ্রামে ৩ লাখ ২৩ হাজার ৯১৩ জন গ্রাহককে নতুন সংযোগ দেয়া হয়েছে। এতে ৪ হাজার ২৮৯ কিলোমিটার লাইন বিদ্যুতায়ন হয়েছে। গত অর্থবছরে সমিতির বার্ষিক আয় হয়েছে ১৩৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৩৭০ টাকা। আর ব্যয় হয়েছে ১৪৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার ৯৫ টাকা। ঘাটতি রয়েছে ১০ কোটি ১১ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা। ফলে ১০ কোটি ১১ লাখ ৯২ হাজার ৭২৫ টাকা আমাদের লোকসান হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন- নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সমিতির পরিচালনা বোর্ডের কোষাধ্যক্ষ মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনামুল হক, জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার গোলাম ইখতিয়ার, সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি সোহরাব হোসেন, এলাকা পরিচালক জহুর আহমেদ, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক ও ওয়াছেক আলী সোনার প্রমুখ।

পূর্ববর্তি সংবাদভূমি ও ভূখণ্ড আল্লাহর দান
পরবর্তি সংবাদপ্রতিবাদ করায় ভারতীয় পরিচালকের মুখে গোবর দিয়েছে উগ্রবাদী হিন্দুরা