ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজের ইনতেকাল

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাফেজ আলমগীর হোসেন (২৪)।

শুক্রবার মধ্যরাতে তিনি ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাফেজ আলমগীর ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের রফিকুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি আমুয়াকান্দা বাজারে তার কাপড়ের ব্যবসা রয়েছে।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি তার বাড়ির সামনে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ইমাদপুর মটরভাঙা নামক স্থানে এলে বালুভর্তি ময়মনসিংহগামী একটি ট্রাক হঠাৎ তাকে চাপা দেয়। এতে তিনি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে আসা হয়।

১০ দিন চিকিৎসাধীন থেকে আজ তিনি ইনতেকাল করেছেন। আলমগীর আমুয়াকান্দা বাজার আবাসিক হাফিজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন। আজ শনিবার আসরের পর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তি সংবাদদেশকে ইয়াবামুক্ত করতে আলেমদের কাছে দোয়া চাই: বদি
পরবর্তি সংবাদচাঁদপুরে ৪৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ