ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
আজ শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক আবদুল্লাহ মডেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা মনে করে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, তাদের পক্ষ থেকে নির্বাচনের দিন বা পরে এলাকাভিত্তিক বা কেন্দ্রভিত্তিক কোনো প্রতিবাদ হয়নি। প্রতিবাদ আমরা কেবলমাত্র টক শো ও পত্রিকায় দেখি। কিন্তু ভোটকেন্দ্রে দেখিনি। তাঁরা বলেছিলেন, নির্বাচনের দিন ভোর থেকে তাঁরা ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যেহেতু তাঁদের কোনো সমর্থক ছিল না, তাই তাঁরা পাহারা দেওয়ার মতো লোক পাননি। এখন কাল্পনিক কিছু অভিযোগ নিয়ে তাঁরা মাতামাতি করছেন।
মন্ত্রী আরও বলেন, উপজেলা নির্বাচনে আসা না-আসা বিএনপির ব্যাপার। মানুষ প্রত্যাশা করে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তারা হারিয়ে যাবে। পরে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। উপজেলা নির্বাচনে যদি কেউ না আসে, তাহলে নির্বাচন বন্ধ থাকবে না। আবার নির্বাচনে কারও অংশগ্রহণও বন্ধ থাকবে না। নির্বাচনের সময় দেখা যাবে, কীভাবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।
