মুহাম্মাদ শোয়াইব ।।
পূর্ব রামাল্লার আল-মুগির গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীরা অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রামবাসী তাদেরকে প্রতিহত করে। এতে ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হয়।
রামাল্লার ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় হামিদ তালিব আল-নাসান (৩৮) নামের এক যুবকের মৃত্যুর জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের উত্তরদিক থেকে বসতি স্থাপনকারীরা অনুপ্রবেশ করতে চাইলে তাদের সঙ্গে এলকাবাসীর তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় বসতি স্থাপনকারীদের সহযোগিতা করে ইসরাইলি বাহিনী।
আল-মুগির গ্রাম ও আবু ফালাহ গ্রামের অধিবাসী মিলে বসতি স্থাপনকারীদেরকে প্রতিহত করে।
সূত্র: আর রিসালা
