ইজতেমা নিয়ে নানা রকম তৎপরতার অভিযোগ : শান্তি বজায় রাখার আহবান মুরব্বিদের

নিজস্ব প্রতিবেদক : তাবলিগ জামাতের আসন্ন ইজতেমাকে সামনে রেখে আজ ঢাকার তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারা দেশের দায়িত্বশীল তাবলিগি সাথীরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সাথীদের আলোচনায় সাদপন্থীদের বিরুদ্ধে এমন অনেক তৎপরতার অভিযোগ উঠেছে –যা আসন্ন ইজতেমার পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

কেউ কেউ অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের বৈঠকে ইজতেমার যৌথ পরিচালনার সিদ্ধান্ত হলেও সাদপন্থীরা একক পরিচালনা কিংবা নিয়ন্ত্রিত পরিচালনা নিশ্চিত করতে নানা রকম তৎপরতা চালাচ্ছে। তাবলিগের ভেতর ও বাহিরের বিভিন্ন মহলকে প্রভাবিত করতে নিচ্ছে নানামুখী উদ্যোগ। তাদের পরিচালিত প্রচার মাধ্যমে বলাও হচ্ছে, নিজামুদ্দিনের কাফেলা ইজতেমা পরিচালনা করবে। তাদের এসব প্রচারণা ভিত্তিহীন হলেও তা তাবলিগি সাথীদের মনে শঙ্কা তৈরি করছে এবং ইজতেমার সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।

আরও পড়ুন : এক সাথে ইজতেমা করার অর্থ মাওলানা সাদ-এর ব্যাপারে অবস্থান পরিবর্তন করা নয় : মাওলানা যোবায়ের

তারা আরও বলেন, সাদপন্থীদের একটি দল দেশব্যাপী সফর করছে এবং তাদের অনুসারী তাবলিগি সাথীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছে। তাদের পরিকল্পনা হলো, তারা জেলায় জেলায় এবং ঢাকায় সংঘবদ্ধভাবে ইজতেমায় মাওলানা সাদ-এর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তুলবে। সরকার যদি তা মানতে অস্বীকার করে তবে মাওলানা সাদ-এর ছেলে মাওলানা ইউসুফকে তার পরিবর্তে আনার দাবি তোলা হবে। এভাবেই তারা আসন্ন ইজতেমায় মাওলানা সাদ-এর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। অভিযোগ উঠেছে, মাওলানা মোশাররফ হোসাইনকে সামনে রেখে এ জাতীয় তৎপরতা চালানো হচ্ছে।

এবারের ইজতেমায় মাওলানা সাদ বা তার ছেলেকে আসতে না দিলে ইজতেমাকে প্রশ্নবিদ্ধ করারও নানান চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। তাবলিগের সাথীরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন : অভিন্ন ইজতেমার ব্যাপারে যেভাবে একমত হলেন তাবলিগের দুই পক্ষ

এছাড়াও উলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে সাদপন্থী ও তাদের পক্ষাবলম্বনকারী কতিপয় ব্যক্তির বিষেদগার, ইজতেমায় তাদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি নিয়েও শঙ্কা প্রকাশ করে তারা বলেন, ‘উলামাযে কেরামের প্রতি তারা যে পরিমাণ বিদ্বেষ প্রকাশ করছে এবং তাদের ইজতেমায় অংশগ্রহণ করা-না করা নিয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে, তা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এমন বক্তব্য নিঃসন্দেহে ইজতেমার সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্থ করবে।’

আরও পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রীর নিজামুদ্দিন সফর : যা বললেন আলেমরা

উল্লেখ্য, অভিন্ন ইজতেমা নিয়ে প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তির কারণে সৃষ্ট সংশয় দূর করা ও আসন্ন ইজতেমার প্রস্তুতি সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। সভায় মাওলানা মুহাম্মদ যোবায়ের ও মাওলানা ওমর ফারুক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোসহ বিগত দিনের কারগুজারি তুলে ধরেন। সাথে সাথে তাদেরকে জড়িয়ে সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দীন নাসিমের পরিবেশিত বিভিন্ন বক্তব্য ও দাবি নিয়েও কথা বলেন এবং আসন্ন ইজতেমা সফল করতে তাবলিগি সাথীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিশ্ব ইজতেমা সফল করে তোলা ও ইজতেমায় আগত সবার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে  তারা সব মহলকে আন্তরিক ও সতর্ক থাকতে আহ্বান জানান।

পূর্ববর্তি সংবাদসৌদিতে এখন থেকে পাসপোর্ট ইকামা কার্ড রাখতে পারবেন না নিয়োগকর্তা
পরবর্তি সংবাদঐক্যফ্রন্টের এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল: গণফোরাম