নিজস্ব প্রতিবেদক : অভিন্ন ইজতেমায় সম্মত হলেও মাওলানা সাদ-এর ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে আসেননি বলে জানিয়েছেন কাকরাইলের অন্যতম শুরা সদস্য ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের। তিনি বলেছেন, তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনের একটি পদক্ষেপ হিসেবে তারা এক সঙ্গে ইজতেমা করতে সম্মত হয়েছেন কিন্তু মাওলানা সাদ-এর বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কারণ, তার বিষয়টি ঈমান-আকিদার সাথে সংশ্লিষ্ট।
আজ ঢাকার তেজগাঁও-এর রহিম মেটাল মসজিদে আয়োজিত তাবলিগ জামাতের একটি বিশেষ সভায় তিনি এই কথা বলেন।
অভিন্ন ইজতেমা নিয়ে প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তির কারণে সৃষ্ট সংশয় দূর করা ও আসন্ন ইজতেমার প্রস্তুতি সামনে রেখে এই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন তাবলিগের সাথী মাওলানা ওয়াসিফুল আমিন।
তিনি ইসলাম টাইমসকে বলেন, মূলত মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলো নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে –যা অনেক সাথীকে হতাশ করছে, ক্ষুব্ধ ও ব্যথিত করছে- সেসব অপপ্রচারের বিপরীতে সত্য ঘটনা তুলে ধরতেই আজকের এই বিশেষ সভা আহবান করা হয়েছে। এছাড়াও আসন্ন ইজতেমার প্রস্তুতি বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
আরও পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রীর নিজামুদ্দিন সফর : যা বললেন আলেমরা
সভায় কাকরাইলের শুরা সদস্য মাওলানা মুহাম্মদ যোবায়ের ও মাওলানা ওমর ফারুক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোসহ বিগত দিনের কারগুজারি তুলে ধরেন। সাথে সাথে তাদেরকে জড়িয়ে সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দীন নাসিমের পরিবেশিত বিভিন্ন তথ্য ও দাবি নিয়েও কথা বলেন।
তারা বলেন, তারা (ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দীন নাসিম) যে বলছেন, আমরা বলেছি আমাদের মনে কিছু নেই। অতীতের সব ভুলে গেছি এবং আমরা আবেগ আপ্লুত হয়ে কান্না করেছি –এর সবকিছু আমাদের ব্যক্তিগত আঘাত ও কষ্টের ব্যাপারে বলেছি। বিভিন্ন সময়ে আমাদের উপর যেসব আঘাত এসেছে তা আমরা দিল থেকে ভুলে গেছি। কিন্তু তার অর্থ মাওলানা সাদ-এর ব্যাপারে আমরা অবস্থান পরিবর্তন করেছি তা নয়। আর সেটারও কোনো সুযোগ নেই। কারণ, মাওলানা সাদ-এর বিষয় কুরআন-হাদিস ও ঈমান-আকিদার বিষয়।
তারা আরও বলেন, আমরা যতো দূর এগিয়েছি উলামায়ে কেরামের পরামর্শেই এগিয়েছি এবং সামনেও তাদের পরামর্শক্রমেই কাজ করবো।
আরও পড়ুন : অভিন্ন ইজতেমার ব্যাপারে যেভাবে একমত হলেন তাবলিগের দুই পক্ষ
কারগুজারির বর্ণনার সাথে সাথে তারা আসন্ন ইজতেমা সফল করতে তাবলিগি সাথীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
