সাদ আবদুল্লাহ মামুন ।।
লাখ লাখ উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের অমানবিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ইউটার্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বক্তারা চীনের তৈরি পণ্য বর্জনেরও ঘোষণা দেন।
সোমবার দুপুরে অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটি আমির আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, চীন সরকার উইঘুর মুসলমানদের বন্দি করে অমানবিক নিপীড়ন-নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংস, লুটপাট-বিতাড়ন, মুসলমান ও বিশ্ববাসীকে ব্যথিত এবং মর্মাহত করছে। তাদের পাশে দাঁড়ানো মুসলিম ও বিশ্ববাসীর মানবিক দায়িত্ব।
তিনি বলেন, চীন যদি বন্দি মুসলমানদের মুক্তি না দেয় তাহলে মুসলিম বিশ্বে চীনের সব পণ্য বর্জনের কর্মসূচি করার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশে দেশে মুসলিম নির্যাতন, হত্যা বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মুফতি ওমর ফারুক সন্দীপির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুফতি আবু বকর, মুফতি জামালউদ্দীন রশিদী, মাওলানা শেখ সাদী, মাওলানা নুরুল্লাহ হাসেমী, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা মুফতি ইউসুফ, মাওলানা আবু সালেহ্, মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি মো. হোসাইন, মাওলানা খন্দকার নাসিম রেজা, আকতার হোসেন, হাসান ইমাম প্রমুখ।
