ট্রাক চাপা চলছেই: কেরানীগঞ্জের রাস্তায় নিহত দুই শিক্ষার্থীর ছিন্নভিন্ন শরীর

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক:  দু’টি স্কুলব্যাগের পাশে শুয়ে আছে দুই শিশু শিক্ষার্থী। সম্পর্কে তারা ভাই-বোন। তাদের শরীর থেকে বেরিয়ে আসছে রক্ত। মেয়েটির দু’পা তার শরীরের সঙ্গে আর নেই। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা’দুটির মাংস পড়ে আছে এলোমেলোভাবে সড়কের ওপর। ভাইটির মাথা আর বোনটির নিথর শরীর মিশে আছে। পাশে মোটরসাইকেলের ভাঙা টুকরা। পাশে উৎসুক-বেদনার্ত মানুষের জটলা।

আজ সোমবার বেলা ১১টার কিছু পরের দৃশ্য এটি। ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরাণীগঞ্জের মোল্লারপুল এলাকায় ঘটেছে মারাত্মক দুর্ঘটনা। মোটরসাইকেল আরোহী ওই দুই ভাই-বোনকে চাপা দিয়ে চলে গেছে একটি ট্রাক। মোটরসাইকেল চালক তাদের বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

নিহত ভাই-বোন হলো, কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।

ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, বেলা সোয়া ১১টার দিকে বাবা কালিম হোসেন স্কুল পড়ুয়া দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রিয়াঙ্গণ আবাসিক প্রকল্পের গেটের সামনে মালবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আফসার (৭) ও আফরিন (৯) নামে দুই ভাইবোন ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন সেখানে দ্রুত ছুটে এসে মোটরসাইকেল চালক নিহত শিশুদের বাবা কলিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে দুই শিশু শিক্ষার্থী নিহতের খবরে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

‘সড়কে আর কত প্রাণ ঝরবে’, ‘নিরাপদ সড়ক চাই’-সহ এমন অনেকগুলো দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান,  আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আব্দুল্লাপুর-ধলেশ্বরী সেতুর কাছে রডভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদএক সাথে ইজতেমা করার অর্থ মাওলানা সাদ-এর ব্যাপারে অবস্থান পরিবর্তন করা নয় : মাওলানা যোবায়ের
পরবর্তি সংবাদভেনেজুয়েলায় পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ