আওয়ামী লীগের ডাকের অপেক্ষায় ধানের শীষের এমপি!

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, গণফোরাম শপথ গ্রহণের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তিনি শপথ গ্রহণের ব্যাপারে অনঢ় থাকবেন।

এমনকি আওয়ামী লীগ যদি তাকে ডাকে তাহলে তিনি তা চিন্তা করবেন বলেও মন্তব্য করেন।

আজ ঢাকার একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি আমাকে ডাকে তা হলে চিন্তা করতে পারি। কারণ আমাকে তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়নি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে কেউ বের করে দেয়নি। আর আমি কোনো দলে যোগদানও করিনি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। গণফোরাম থেকে নির্বাচনে গেছি। কারণ গণফোরামে বঙ্গবন্ধুর চিন্তার মিল আছে।

ঢাকসু সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ আফ্রিকা: এক সপ্তাহে তিন বাংলাদেশি খুন, আত্মীয়স্বজন উদ্বিগ্ন
পরবর্তি সংবাদপাসপোর্ট ফেরত পাচ্ছেন আল্লামা বাবুনগরী : সিদ্ধান্ত জানা যাবে বিকালে