ফিলিস্তিনে প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল হামদাল্লাহ ও তার নেতৃত্বাধীন জোট সরকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী ও সরকারের এই পদত্যাগের ফলে গাজার হামাস শাসকদের সঙ্গে আব্বাসের ফাতাহ’র সমঝোতার প্রচেষ্টা সংশয়ের মুখে পড়ে গেল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেন জানানো হয়েছে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই সরকার পরিচালনার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর সরকার পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের একজন কর্মকর্তা এর নিন্দা জানিয়ে বলেছেন, মন্ত্রিসভার এমন পদক্ষেপ দলটিকে ফিলিস্তিনের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া ও একঘরে করার চেষ্টার অংশ।

শিক্ষাবিদ হিসেবে পরিচিত রামি আল হামদাল্লাহ ২০১৪ সালে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। তিনি ফিলিস্তিনের পশ্চিম তীর ভিত্তিক হামাসের সঙ্গে ফাতাহ’র সম্প্রীতির প্রচেষ্টার নেতৃৃত্ব দিচ্ছিলেন।

পূর্ববর্তি সংবাদঝিনাইদহে নারীসহ ছবি তুলে ব্ল্যাকমেল, দুই পুলিশ বরখাস্ত
পরবর্তি সংবাদময়মনসিংহে শম্ভুগঞ্জ শাহী মসজিদের মাহফিল অনুষ্ঠিত