ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তোষামোদকারীদের সরিয়ে দিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোকসভায় বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।
১৪ দলের মুখপাত্র মোহাম্মাদ নাসিম অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশ টেলিভিশন থেকে তোষামোদকারীদের সরিয়ে দিন। বিটিভির অনুষ্ঠান ও সংবাদের মান বাড়ান।
বিএনপিকে উদ্দেশ্য করে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, নির্বাচনে বিএনপির ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করলে হবে না। আপনারা (বিএনপি) পার্লামেন্টে গিয়ে ব্যর্থতার কথা বলুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
