ইসলাম টাইমস ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে মোকাবেলা করতে ঐক্যের ডাক দিয়েছে দেশটির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড।
আরব বসন্তের ৮ম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে ওই ঐক্যের ডাক দেয় ব্রাদারহুড।
সেই সঙ্গে দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সিসিবিরোধীদের একজোট হওয়ার ওপরও জোর দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়- ‘কারাগার থেকে সব রাজবন্দিকে মুক্ত করে আনতে এবং সেনা শাসন থেকে মিসরকে মুক্ত করতে একটা ঐক্য বিরোধী জোট গড়ে তোলা এখন সময়ের দাবি।’
আরব বসন্ত নামে ২০১১ সালের ওই বিপ্লবের মধ্য দিয়ে সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হয়। ২০১২ সালে একটি গণতান্ত্রিক নির্বাচনে ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
কিন্তু এক বছর যেতে না যেতেই সেনাপ্রধান সিসি প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন। মুরসিসহ দলের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে পাঠান। অনেককে দিয়েছেন মৃত্যুদণ্ড।
