রাঙামাটিতে ইউপিডিএফ নেতা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাঙামাটি জেলার লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম-পবিত্র চাকমা (৪৬)।

মঙ্গলবার আড়াইটার দিকে লংগদু উপজেলার ভুঁইয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পবিত্র মুল দলের একজন সক্রিয় নেতা বলে দাবি করেছে সংগঠনটি। একই সাথে এ হত্যাকান্ডের ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএসকে) দায়ী করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার লংগদু উপজেলার ভুঁইয়াছড়া নামক এলাকায় হানা দেয় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) স্থানীয় নেতা পবিত্র চাকমা সে এলাকায় অবস্থান করছিল। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইউপিডিএফ নেতা পবিত্র চাকমার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ দল। কিন্তু এ আগে এলাকা ত্যাগ করে সশস্ত্র সন্ত্রাসীরা।

এ ব্যাপারে লংগদু থানার ভারপাপ্ত কর্মকর্তা রঞ্জিন কুমার সামান্ত সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করা গেলে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। তবে এখনো লংগদু থানায় কোন হত্যাকান্ডের মামলা করেনি নিহতের স্বজনরা।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশকে নিয়ে অপপ্রচার: মিয়ানমার দূতকে ডেকে কড়া প্রতিবাদ 
পরবর্তি সংবাদ“কুরআন শিখে মানুষকে আমি কুরআন শেখাবো”