ইসলাম টাইমস ডেস্ক : গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় একদল ডাকাতকে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জ নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
উলুখোলা ফাঁড়ির ওসি গোলম মাওলা গণমাধ্যমকে জানান, রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে মৃত মাজনুনের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পায়।
এ সময় ডাকাতদের ধাওয়া করে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীরা। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
