দেয়ালে বল লাগায় কিশোরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক: যশোরের শার্শা উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে ক্রিকেট খেলার সময় বল দেয়ালে লাগার কারণে হযরত আলী (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (নাভারন) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। হযরত আলী উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশে কয়েকজন বন্ধু নিয়ে ক্রিকেট খেলছিল হযরত আলী। এ সময় বল লেগে পাশের ধানের চাতালের দেয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তখন উত্তেজিত হয়ে ওই গ্রামের আজিত পালের ছেলে মহিউদ্দিন, কামাল, আলম ও প্রতিবেশী খোকন মিলে তাকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

আহতের বাবা জামাল হোসেন ও মাতা আদরী বেগম বলেন, গরিব বলে কেউ আমাদের সহযোগিতা করেননি। চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে। বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। থানার পুলিশ এখনো ঘটনাস্থলে যায়নি। প্রভাবশালী মহলের ভয়ে আতংকে আছেন তারা।

এ ব্যাপারে শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা (নাভারন) স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা জানান, এ্যাসাল্ট রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা অনেকটা উন্নতির দিকে।

পূর্ববর্তি সংবাদসড়ক দুর্ঘটনা : কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদআজ বিকালে বসবে সংসদের প্রথম অধিবেশন