সংসদ অধিবেশন শুরুর প্রতিবাদে রাজধানীতে বিএনপির মানববন্ধন

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু প্রতিবাদ করে বিএনপি তা ভেঙ্গে দিয়ে গ্রহণযোগ্য নতুন সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। আজ বিএনপি আয়োজিত এক মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

তিনি বলেন, আমরা নির্বাচনের পরে তাৎক্ষণিকভাবে ফলাফল প্রত্যাখান করেছি। অবিলম্বে সংসদ বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সেখানে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের রায় দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভুয়া ভোটের সংসদ’ বাতিলের দাবিতে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, মুতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

১১টায় মানববন্ধন শুরু হয়। ঠিক ১২টার সময় মির্জা ফখরুল তার বক্তৃতা শেষ করেন। বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদ জনগণের প্রতিনিত্ব করে না। গত ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির ভুয়া নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে দখলদারি সংসদ ও দখলদারি সরকার বসিয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনের পূর্বে থেকেই জনগণ যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদআবার ‘আল্লাহ’ শব্দের অবমাননা করেছে যুক্তরাষ্ট্রের ‘নাইকি’
পরবর্তি সংবাদউপজেলা নির্বাচনে ‘ভাইস চেয়ারম্যান’ পদ উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আওয়ামী লীগের